বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তির ৮০ কোটি টাকার অনুদান ঘোষণা
বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার (৬ ডিসেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, নতুন মসজিদ নির্মাণে এক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দেবেন।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদন অনুযায়ী, মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখন বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পরই মহাসমারোহে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হুমায়ুন কবীর জানান, বাবরি মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়