ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

মোহন ফাউন্ডেশন এর অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৫ রাত

মৌলভীবাজার প্রতিনিধি: মানব সেবাই আমাদের লক্ষ্য, এই শ্লোগান নিয়ে গরীব ও অসহায় মানুষের জন্য গঠিত সংগঠন মৌলভীবাজারে “মোহন ফাউন্ডেশন” এর অর্থায়নে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে পাহাড় বর্ষিজোড়া গ্রামে ১২ জানুয়ারী (সোমবার) দুপুরে।

এলাকার প্রবীন মুরব্বি হাজী মো: ফিরুজ মিয়া এর সভাপতিত্বে ও সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহন, মোহন ফাউন্ডেশন এর উপদেষ্টা রুয়েল চৌধুরী, ইসলাম আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ প্রমুখ।

 

Link copied!