নিউজনাউ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে ইয়াবা সেবনের অপরাধে আলা মৃধা (৪০) কে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান, ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তার কাছ থেকে জব্দকৃত ৪টি ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী এর চৌকস টিম সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন :