পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুলছাত্রী আয়েশা মনি হত্যাকাণ্ডে গ্রেফতার হয়ে কারাগারে থাকা তার বাবা বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে নিঃশর্ত মুক্তির দাবি এবং হত্যার দায় স্বীকার করা চাচাতো চাচা রুবেল প্যাদার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। নিহত আয়েশার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, আয়েশা মনি হত্যায় সন্দেহভাজন হিসেবে আটকের পর দায় স্বীকার করে তার চাচাতো চাচা রুবেল প্যাদা গত ৫ জানুয়ারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার ওই জবানবন্দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আয়েশার বাবা বাবুল প্যাদাকে হত্যার নির্দেশদাতা উল্লেখ করে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে তারা দাবি করেন। তাই অবিলম্বে বাবুল প্যাদাকে নিঃশর্ত মুক্তি দিয়ে প্রকৃত হত্যাকারী রুবেল প্যাদার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, একজন নির্দোষ মানুষকে হয়রানি করলে প্রকৃত বিচার ব্যাহত হবে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।
উল্লেখ্য, রাঙ্গাবালীর সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে নিখোঁজের দুই দিন পর গত ৪ জানুয়ারি নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুবেল প্যাদার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আয়েশার বাবা বাবুল প্যাদাকে ৬ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ।

আপনার মতামত লিখুন :