ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে বাজারে কমেছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ দুপুর

ভারতীয় পেঁয়াজ আমদানির খবরের প্রভাবে দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম। দু-তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম মানভেদে ১৩০ থেকে ১৪০ টাকা ছিল, তা এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে তা পাওয়া যাচ্ছে ১৩০ টাকায়।

ইতিমধ্যে বাজারে মূল কাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে এবং পর্যাপ্ত দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও ভরা মৌসুমেই ভারতীয় পেঁয়াজের আমদানির খবরে দর পতনের সৃষ্টি হয়েছে। পেঁয়াজের এই আকস্মিক দর পতনের জন্য ভারতীয় পেঁয়াজের আমদানিকেই দায়ী করছেন দেশীয় চাষী ও ব্যবসায়ীরা।

Link copied!