আসন্ন বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলার কোনো পরিবেশ নেই এবং নিরাপত্তার অজুহাতে ভেন্যু পরিবর্তনের বিষয়ে সরকার কোনো নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির পক্ষ থেকে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশকে তিনটি পরামর্শ দেয়া হলেও তা মানতে নারাজ তিনি। আসিফ নজরুল জানান, আইসিসির পর্যবেক্ষণই প্রমাণ করে যে ভারতে বিশ্বকাপ খেলায় বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলার সুযোগ নেই বলে তিনি মনে করেন।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন কিংবা দর্শকদের জার্সি-পতাকা নিয়ে চলাফেরায় সতর্কতার মতো আইসিসির পরামর্শগুলো 'উদ্ভট ও অযৌক্তিক। বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে এমন প্রেক্ষাপটে শ্রীলঙ্কা বা পাকিস্তান যেখানেই ম্যাচ আয়োজন করা হোক, বাংলাদেশের খেলতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। বিসিসিআই ও আইসিসির বৈঠকের পরও ভেন্যু সংকট অমীমাংসিত থাকায় নিজের অবস্থানে অনড় রয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

আপনার মতামত লিখুন :