ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে বাদ দিয়েই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, খেলবে স্কটল্যান্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের স্থানে বিশ্বকাপে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

ক্রিকবাজ জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গা দখল করেছে স্কটল্যান্ড। কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়ার পর এবং শনিবার (২৪ জানুয়ারি) অবশেষে তারা এই সুযোগ পায়।

Link copied!