মহাকাশ অভিযানের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশনটি যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে। রয়টার্সের তথ্যানুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হলেও কক্ষপথে পৌঁছানোর আগেই তা নিয়ন্ত্রণ হারায়। এর ফলে রকেটে বহন করা ১৫টি স্যাটেলাইটই মহাকাশে হারিয়ে গেছে।
ভারতীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে ২৬০ টনের এই রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের পর মিশনের প্রথম ও দ্বিতীয় ধাপ কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয়। তবে তৃতীয় ধাপের প্রজ্জ্বলন শুরু হওয়ার পরই বিপত্তি ঘটে। হঠাৎ করেই মিশন কন্ট্রোলের সাথে রকেটের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মিশনটি ব্যর্থতায় পর্যবসিত হয়।
ইসরোর চেয়ারম্যান ভি নারায়নণ জানিয়েছেন, তৃতীয় ধাপের শেষ পর্যন্ত রকেটের কার্যক্রম স্বাভাবিক ছিল। কিন্তু এরপরই রকেটের ঘূর্ণন গতিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় এবং এটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক কী কারণে এমনটি ঘটলো, তা জানতে বর্তমানে তথ্য বিশ্লেষণের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত আট মাসের মধ্যে এটি ইসরোর দ্বিতীয় ব্যর্থতা। এর আগে ২০২৫ সালেও পিএসএলভি-সি৬১ মিশন ব্যর্থ হয়েছিল। ৯০ শতাংশের বেশি সাফল্যের রেকর্ড থাকা পিএসএলভি রকেটের পরপর এই ব্যর্থতা ভারতের মহাকাশ গবেষণার সুনামে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :