ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
আমতলীর ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী

গভীর রাতে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৫ রাত

জেলা প্রতিনিধি, বরগুনা: গভীর রাতে শীতার্থ এতিম শিশুদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন আমতলীর এইএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি শনিবার গভীর রাতে দুটি এতিম খানায়  উপস্থিত হয়ে ৬৫ জন শিশুদের হাতে নিজ হাতে তুলে দিলেন কম্বল।  ইউএনও হাত থেকে কম্বল পেয়ে দারুন খুশি    শিশুসহ এতিমখানা ও মাদরাসার শিক্ষকরা।
 
জানা গেছে, শনিবার রাতে আমতলীর এইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী গভীর রাতে আকস্মিক  পৌর সভার সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার ৪৫ জন ও আমতলী বন্দর কেন্দ্রীয় মসজিদের মাদরাসায় উপস্থিত হয়ে ২০জন সহ দুটি মাদরাসার মোট  ৬৫ জন শীতার্থ এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরন করেন। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, ও জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মীর মো. সোলায়মান।
 
জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার কম্বল পাওয়া এতিম শিশু আশরাফুল, রবিউল ও আজগর আলী বলেন, শীতে মোরা ব্যামালা কষ্ট পাইতাম। ইউএনও ছ্যারে রাইতে আইয়া মোগো কম্বল দিছে। শীতের রাইতে কম্বল গায় দিয়া মোরা এহন ভালো ভাবে ঘুমাইতে পারমু। মোরা ছ্যারের জন্য  দোয়া করি আল্লায় যেন হ্যারে ভালো রাহে।
 
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, যারা প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে এরকম অসহায় দিরদ্র এতিম শিশু, রিকশঅ চালকসহ নিম্ন আয়ের মানুষ বাছাই করে তাদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। 

Link copied!