আজকের এই ঐক্য দেখলে হাদি অনেক খুশি হতো: ডা. মাহমুদা মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু ১১ দলীয় জোট বা ঐক্যের বিষয়টিকে টেনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে স্মরণ করেছেন।
তিনি বলেছেন, আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদিও অনেক খুশি হতো। হাদির স্বপ্ন ছিলো পার্লামেন্টে যাবে, হাদি চলে গেলো, কিন্তু হাদির ছেলের জন্য হলেও আমাদের সামগ্রিক ঐক্য ধরে রাখতে হবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।
ডা. মাহমুদা মিতুর