গাঁজা পরিবহনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড!
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার গাজী সায়েম মেহেদী (৩২) কে গাঁজা পরিবহনের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে মহিপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় মহিপুর থানার এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। অভিযানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও তত্ত্বাবধানের জন্য স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার