মেসির জোড়া গোল ও রেকর্ড অ্যাসিস্টে ইতিহাস গড়ে সেমিতে মায়ামি
ইন্টার মায়ামির নামের পাশে চারটি গোল, প্রতিটিতেই অবদান রয়েছে লিওনেল মেসির। এই আর্জেন্টাইন মহাতারকা প্রথমার্ধে দুই গোলে লিড এনে দেয়ার পর দ্বিতীয়ার্ধের দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন। এর মধ্য দিয়ে বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে প্রথমবার ৪০০তম গোলে বলের যোগান দিলেন মেসি। তার ব্যক্তিগত নৈপুণ্যের দিনে নিজেদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপের সেমিফাইনালে উঠলো মায়ামি।
ন্যাশভিলে এসসির বিপক্ষে বরাবরই পরিসংখ্যান ভালো মায়ামির। মেসিও তাদের বিপক্ষে যথারীতি জ্বলে উঠলেন, গত তিন সপ্তাহে চারবারের দেখায় ন্যাশভিলের জালে তিনি আটবার বল জড়িয়েছেন। চলতি বছর এমএলএসের গোল্ডেন বুটজয়ী এই তারকার গোল-অ্যাসিস্ট বেড়ে দাঁড়াল