নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রের চূড়ান্ত বিকাশের জন্য জনগণের ভোটাধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
বমহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বাণীতে তিনি ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে মোড় পরিবর্তনকারী দিন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭