বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার (৬ ডিসেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, নতুন মসজিদ নির্মাণে এক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দেবেন।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদন অনুযায়ী, মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখন বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পরই মহাসমারোহে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হুমায়ুন কবীর জানান, বাবরি মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে, যা পুরোপুরি মুসলিম সম্প্রদায়ের অনুদানেই সংগ্রহ করা হবে। তিনি স্পষ্ট করে দেন, সরকারের কাছ থেকে তিনি কোনো আর্থিক সহায়তা নেবেন না, কারণ সেটা নিলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে।
অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, “এক ব্যক্তি রয়েছেন, নাম প্রকাশ করতে মানা করেছেন। আগামী এক মাসের মধ্যে তিনি আমাদের সংস্থাকে ৮০ কোটি টাকা দেবেন। অর্থের কোনো অভাব হবে না। হুমায়ুন কবীরের কাছে বর্তমানে ২৫ বিঘা জমি আছে, যেখানে শুধু মসজিদই নয়- ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড ও মুসাফিরখানা নির্মাণের বড় পরিকল্পনা রয়েছে তার।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় হুমায়ুনকে আগেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে তার এই পদক্ষেপ তৃণমূলকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। বিরোধীরা অভিযোগ করছে, হুমায়ুন সংখ্যালঘু ভোট টানতেই ‘মাইনরিটি কার্ড’ খেলছেন। অন্যদিকে তৃণমূলের দাবি, তিনি সংখ্যালঘু প্রার্থীর বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন।

আপনার মতামত লিখুন :