প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের বাঁধা উপেক্ষা করে সরকারী খাল দখল করে অবৈধ দোকানঘর নির্মাণ করেছেন এক স’মিল মালিক। স্থানীয়দের দাবি, প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে এই ঘর নির্মাণ করা হচ্ছে। তবে এবিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছেন অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রশিদ ফকির এর ব্রিজ থেকে সাহেবের হাট সড়কের রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ প্রধান সড়কের পাশে আকুল বালার মালিকানাধীন স’মিলের পূর্বপাশে খালের মধ্যে ১শ’ হাত লম্বা একটি ঘর দুই মাস পূর্বে নির্মাণ শুরু করেছিলেন আকুল বালা। তখন বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে রতœপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা উত্তম বেপারীকে সরেজমিন পাঠিয়ে দোকানঘর নির্মাণ বন্ধ করে আর কাজ না করার অঙ্গীকারনামা নেন। নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পরে স’মিল মালিক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুনরায় দোকানঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে খালের মধ্যে ঘর নির্মাণ করা হচ্ছে। ওই দোকানঘর নির্মাণ করা হলে চলতি বছর ইরি-বোরো ক্ষেতে চাষীদের পানি দিতে সমস্যায় পরতে হবে। প্রশাসন ঘর নির্মাণে বাঁধা দেবায় পরেও তাদের ম্যানেজ করেই ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে রতœপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা উত্তম বেপারী সাংবাদিকদের বলেন, খালের মধ্যে ওই দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলাম এবং তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে যে, তারা আর কখনও ঘর নির্মাণ করবেনা। এখন নির্মাণ কাজ করলে দোকানঘর ভেঙ্গে দেওয়া হবে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদ সরদার সাংবাদিকদের বলেন, কাজ বন্ধ করে দেওয়া দোকানঘর পুনরায় নির্মাণ করা হলে সরেজমিন দেখে ওই স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :