রাজধানীর উত্তর বাড্ডায় এএমজেড হাসপাতালের সামনে অছিম পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ সময় বাসে যাত্রীরা উঠানামা করছিল।
বারিধারা ফায়ার সার্ভিসের পরিদর্শক মাজাহারুল ইসলাম এখন টেলিভিশনকে জানান, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন ৮টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন :