ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

আমতলীর হলদিয়ায় ছোনাউটা হাওলাদার সমাজ কল্যান সংস্থার শীতবস্র বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০৭ সকাল

জেলা প্রতিনিধি, বরগুনা।। বরগুনা জেলার আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়নে শীতার্ত এবং বিধবা নারীদের মাঝে। শীতবস্ত্র  বিতরণ করছে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা। হলদিয়া ইউনিয়ন ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা পৃথক দুটি স্থানে শীতবস্র উপহার কর্মসূচির আওতায় দুই শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।


ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান রাসেল হাওলাদার জানান, আমরা ছিন্নমূল দুস্থ ও অসহায়দের মাঝে  প্রতি বছর হলদিয়া ইউনিয়নে কম্বল বিতরণ করি। গত কয়েক দিনের তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষের হাতে উষ্ণতা পৌঁছে দিতেই আমাদের সামান্য চেষ্টা। শীতবস্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জমির উদ্দিন হাওলাদার, প্রধান উপদেষ্টা ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা।


শীতবস্র হাতে পেয়ে অসহায় মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও সন্তুষ্টি দেখা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদার, সাবেক আহ্বায়ক হলদিয়া ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নিজাম উদ্দিন হাওলাদার ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা।
স্থানীয়  আয়োজকরা জানান, মালদ্বীপ প্রবাসে অবস্থানরত হাওলাদার মো. রাসেল-এর আন্তরিক সহযোগিতায় এই কর্মসূচি সফল হয়েছে।


উল্লেখ্য এমন মহৎ কাজের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন মো. সিহাব উদ্দিন, মো. রাজিব হাওলাদার, মাওলানা আবু বকর গাজি ও বান্দা রিয়াজ। হাওলাদার সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা জমির উদ্দিন হাওলাদার বলেন, ‘অসহায় মানুষের হাসিমাখা মুখগুলো দেখে আমরা অত্যন্ত আনন্দিত। সবার ভালোবাসা ও সহযোগিতায় আগামীতে আরো বড় পরিসরে আর্তমানবতার সেবায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।


শীতবস্র পেয়ে উপকারভোগীরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং দাতাদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!