ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা
গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি বলেছেন, এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। তিনি এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, ফিলিস্তিনিদের স্থানান্তর ও সোমালিল্যান্ডে পাঠানোর বিষয়ে ইসরায়েলের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এটি মানবাধিকার লঙ্ঘন। একইসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই সোমালিয়ার কর্মকর্তারা আশঙ্কা করে আসছেন, ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সোমালিল্যান্ডে সরাতে পারে। যদিও এ বিষয়ে ইসরায়েল