কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে সরবত বিতরন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৫, ০৯:৪২ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে ঘর থেকে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারনের জন্য ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন ফারিয়া নামের একটি সংগঠন ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে। মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন বেলা ১১ টা থেকে প্রেসক্লাব’র সামনে সাধারণ মানুষ ও পথচারিদের মাঝে লেবু গোলানো সরবত বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসনাত মো.রিমন সিকদার।

এ সময় কলাপাড়া ফারিয়া'র সভাপতি মো.জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো.রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তৃষ্ণার্ত সাধারণ মানুষ সরবত পান করে কৃতজ্ঞতা পোষণ করেন। তারা এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

Link copied!