কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় “জীবন রক্ষায় প্রস্তুতি-দুর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র পরিবর্তন প্রকল্প, স্থানীয় প্রশাসন ও সিপিপি’র যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক, শিক্ষক, ইমাম, পুরোহিত, নারী প্রতিনিধি, যুব সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম ,সাংবাদিক মিলন কর্মকার রাজু প্রমুখ।
বক্তারা, হাউজহোল্ড লেভেলে দুর্যোগ প্রস্তুতির ধাপ, কমিউনিটি পর্যায়ে দায়িত্ব বন্টন ও রোল-প্ল্যানিং, জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়ার জন্য করণীয় ও স্থানীয় জনগণের মাঝে দুর্যোগ সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া প্রোগ্রাম অফিসার পায়েল দাস।
আপনার মতামত লিখুন :