জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৫, ০৯:৩৪ রাত

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরে সংগঠনটি।

‘জুলাই অভ্যুত্থানের চেতনায়’ প্রতিষ্ঠিত সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর এই জোট মনে করছে, আওয়ামী লীগ একা নয়—গত দেড় দশকে যারা ক্ষমতার দুঃশাসনে পাশে থেকেছে, তারাও অপরাধে অংশীদার। তাই শুধু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখাই যথেষ্ট নয়, বরং স্থায়ী নিষিদ্ধের মাধ্যমে দলটির রাজনীতিতে ফেরার পথ পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার গেজেট আকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে দলটির নিবন্ধন স্থগিত করে একটি প্রাথমিক ও ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে জনগণের প্রকৃত দাবি ছিল- এই দলটিকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা, কেবল সাময়িক স্থগিত নয়। সেই দাবির পূর্ণ প্রতিফলন এখনো হয়নি বলে মন্তব্য করেন তিনি।

এই সময় আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগী দলগুলোর কথাও তুলে ধরেন তিনি। মুসাদ্দিক বলেন, জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের অন্যান্য সংগঠন আওয়ামী লীগের দুঃশাসনের প্রধান সহচর হিসেবে কাজ করেছে। ফলে তারা কেউই দায়মুক্তি পেতে পারে না। বরং এই দলগুলোরও নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা উচিত বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দ্রুত প্রকাশের দাবিও জানায় জুলাই ঐক্য। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ৩০ কর্মদিবসের মধ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, দাবিগুলো আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে।

Link copied!