দলের আদর্শ, নীতি এবং শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১৩ মে) পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় দলটি।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর সহসভাপতি মাসুদ করিম মোল্লা এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসুদ করিম মোল্লাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কারের সিদ্ধান্তটি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান অনুমোদন করেছেন।
অন্যদিকে, দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মোস্তাফিজুর রহমানকেও দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবি থেকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে দলটি। কেউ নীতি ও আদর্শ লঙ্ঘন করলে কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হলে, তার বিরুদ্ধেই নেওয়া হচ্ছে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা।
আপনার মতামত লিখুন :