কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দূর্বৃত্তরা ‘মিথতা’ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তদের তান্ডবে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
হামলায় আহত হয় স্থানীয় বেশ কয়েকজন। খরর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানায়, ক্ষতি হয় প্রাইভেট কার। আগুলে পুড়ে যায় শীততাপ নিয়ন্ত্রিত একাধিক কক্ষ।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন মামলা কিংবা অভিযোগ দেয়নি।
আপনার মতামত লিখুন :