জুলাই বিপ্লব আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণ খুলে লিখতে পারছেন। গুম আর গায়েবি মামলার মতো ভয়ংকর অপরাধ নেই। অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই শেষ হয়নি।
ঝিনাইদহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠন এর চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৬ বছর যারা গুমের শিকার হয়েছে এখনো কেউ ফিরে আসেনি।সাংবাদিক দম্পতি সাগর -রুনি হত্যার বিচারও ঝুলে রয়েছে।
সংগঠনের জেলা শাখার প্রস্তাবিত সভাপতি মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদাহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি কবি সাহানা ইসলাম, আহসান হাবীব, মনিরা খাতুন, রমেল পারভেজ প্রান্ত, মুস্তাফিজুর রহমান, চঞ্চল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।
আনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো:কামরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় সর্বসম্মাতিক্রমে আগামী ১ বছরের জন্য ঝিনাইদাহ জেলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন অনুমোদন করেন।
আলোচনা সবার শেষে সভাপতি হিসেবে মো: উজ্জ্বল হোসেন, সিনি: সহ সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মো: জহুরুল ইসলাম, চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক মো:কামরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: রমেল পারভেজ (প্রান্ত), অর্থ সম্পাদক মো: আমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক শেখ খালিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: সাহেব আলী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাফায়ত হোসেন শিমুল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক চমক, কার্যনির্বাহী সদস্য মো: আরিফুজ্জামান আরিফ, কার্যনির্বাহী সদস্য মো: মামুনুর রশিদ, মো: মাহবুর রহমান, মো: হৃদয়, মো: সাগর হাসান ও মো: শাহারিয়ার রিজভী নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :