ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

এনসিপির নেতৃত্বে তিনদলীয় নতুন রাজনৈতিক জোট ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৬ সকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি দল নিয়ে নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী- এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মিলে তিনদলীয় জোট গঠিত হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে জোটে আরও দল যুক্ত হতে পারে। তবে পূর্বঘোষণা অনুযায়ী গণঅধিকার পরিষদ যুক্ত হওয়ার কথা থাকলেও এদিন তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত প্রার্থীরা একটি নির্ধারিত প্রতীকের অধীনেই নির্বাচনে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রাই আজ শুরু করলাম।

Link copied!