ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১১ রাত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান, সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

আক্তার হোসেন জানান, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আব্দুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত ১৮ নভেম্বর এ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

মহাপরিচালক আক্তার হোসেন আরও বলেন, দুদক কখনো ব্যক্তির পরিচয় দেখে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে না। এখানে দেখার বিষয় হলো- অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং তা দুদকের তফসিলভুক্ত কিনা। সব বিষয় বিবেচনায় নিয়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এর আগে, বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকেও দুদকের মুখোমুখি হতে হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত হোয়ায় সাজাও ভোগ করতে হয়েছিল তাকে।

Link copied!