ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বাউফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ রাত

বাউফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে দোয়া মিলাদ এবং খাবার বিতরণ করা হয়েছে। ছাত্রদল নেতা ইমন মাতুব্বরের নেতৃত্বে মধ্যপুরা জামিয়া কোরানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক ছাত্র এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ রসুল সোয়েব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, জিয়া মৃধা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজনকে সফল করতে সার্বিক সহায়তা প্রদান করেন রুমান হোসেন, সামুয়েল আহাম্মেদ লেলিন, হিমেল হাওলাদার, লিমন মৃধা, লিয়াকত হোসেন রাজিব, রবিউল ইসলাম, নিয়াজ খান, আলামিন গাজী, হাচান খান, জসিম খান, প্রিন্স রুবেল, জাকারিয়া, অনিক, রাজিব, অলিউল্লাহ, হাচান ভাই, সফিকুল ভাই টিটু রাসেদ ও নাঈম মৃধা প্রমুখ।

 

Link copied!