কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১০:৩২ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো তাসমিয়া (৭) এবং তাইবা (২)। মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে তাসমিয়াকে এবং তাইবাকে সকাল সোয়া ১০ টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা।

এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তাসমিয়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মো.রুহুল আমিন আকনের মেয়ে। তাইবা বালিয়াতলী  ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামের নূর হোসেনের মেয়ে। এরা দু’জনেই বাড়ীর সবার অগোচরে পুকুরে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। 

Link copied!