কলাপাড়ায় পায়রা বন্দর ও কুয়াকাটার পরিকল্পিত উন্নয়ন করবে বিএনপি: এবিএম মোশাররফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৫, ০৯:৫৬ রাত

বিএনপি ক্ষমতায় এলে পায়রা বন্দর ও কুয়াকাটার উন্নয়ন পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে যা দেশের দক্ষিণাঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে’- এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, ‘কলাপাড়ায় পায়রা বন্দর স্থাপন করা হলেও এটিকে অর্থনৈতিকভাবে সচল করার কার্যকর উদ্যোগ নেয়নি সরকার। এই বন্দরে বর্তমানে শুধু কয়লা আমদানি হয়, অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি। অথচ কলাপাড়ায় ইপিজেড গড়ে তুললে বিনিয়োগকারীরা এখানে আসতেন, স্থানীয় জনগণের কর্মসংস্থান হতো। কিন্তু সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় সম্ভাবনাময় এ অঞ্চলটি আজও অবহেলিত।

তিনি আরো বলেন, ‘কুয়াকাটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হলেও পর্যটন করপোরেশন এখানে কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ করেনি। বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রকল্প হবে পরিকল্পিত। আমরা গ্যাসলাইন সম্প্রসারণের মাধ্যমে নতুন শিল্পাঞ্চল গড়ে তুলবো যাতে বিনিয়োগকারীরা এখানে ব্যবসা-বাণিজ্যে আগ্রহী হন।

জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক মোহসিন পারভেজের সভাপতিত্বে ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জসীম পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার ও পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদ রিপন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি (পায়রা বন্দর-কুয়াকাটা) মো: ফরিদ উদ্দিন বিপু, ৭১ টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি সুজন মৃধা।

উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান সিকদার, জাকির সিকদার, নাসির উদ্দিন রতন, রাশেদ মোশাররফ কল্লোসহ ফোরামের অন্য সদস্যরা।

 

Link copied!