সারা দেশের মতো নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, জয়নুল আবেদীন শিবলী ও মুক্তার হোসেন মুক্তার।
দিবসটি উপলক্ষে বিএনপির দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কুরআন তিলাওয়াত ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, আজকের দিনে সিপাহি-জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করেন। মুক্তির পর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য কাজ শুরু করেন। কৃষির উন্নয়নে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :