কলাপাড়া, সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নাম ঘোষণার পরে অপর মনোনয়ন প্রত্যাশী মো. মনিরুজ্জামান সবাই কে নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে ছুটে গেছেন। সোমবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ে এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মনিরুজ্জামান বিএনপি মনোনীত দলীয় প্রার্থী এবিএম মোশাররফ হোসেন কে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান।
একইভাবে মোশাররফ হোসেনও মনিরুজ্জামান কে মিষ্টিমুখ করান। একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। কোলাকুলি করেন। এসময় দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। দলের এমন ঐক্যে নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। তারা ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থী কে এখন বিজয়ী করতে মাঠ পর্যায়ে নেমে পড়বেন এমনটাই সবার প্রস্তুতি। বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের এমন ঐক্যবদ্ধভাবে আনুষ্ঠানিক প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়টি বিএনপির এখানকার নেতাকর্মীদের বহুগুণে আন্দোলিত করে তুলেছে।
তারা এখন অনেকটা স্বস্তিবোধ করছেন। যদিও কলাপাড়া উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা বহু আগেই এবিএম মোশাররফ হোসেন কে নিয়ে মাঠ পর্যায়ে নির্বাচনী শক্ত অবস্থান তৈরি করেছেন। তারা বলতে গেলে সংগঠন কে ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী নেতৃত্ব গঠন করতে সক্ষম হয়েছেন। এমনকি কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। বুথ পর্যায়ে দায়িত্ব পালনকারীদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবিএম মোশাররফ হোসেন তৃণমূল পর্যায়ে বিএনপির নেতৃত্ব কে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। দলকে ঘর গোছানো অবস্থায় নিয়ে গেছেন। তার নেতৃত্বের সমর্থনে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্ত পোক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
বিএনপি দলীয়ভাবে যে কোন সময়ের চেয়ে এই আসনে এখন ঐক্যবদ্ধ ও সংগঠিত। কোন ধরনের অনৈক্য নেই। এক কথায় পটুয়াখালী-৪ ( কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে এখন বিএনপির নেতাকর্মীদের ঐক্যের পালে যেন সুখকর স্বস্তির হাওয়া বইছে। সোমবার রাতে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পরে নেতাকর্মীরা সেই হাওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বুক প্রশস্ত করে। সাগর পারের কলাপাড়ায় এখন সর্বত্র এবিএম মোশাররফ হোসেনের নমিনেশন পাওয়ার খবরটি সর্বত্র আলোচিত হচ্ছে।
বিএনপির চাকামইয়া ইউনিয়নের যুবদল নেতা রিয়াজ তালুকদার বলেন, ‘ এই মুহূর্তে আমাদের কাছে এর চেয়ে বড় কোন আনন্দের খবর নেই। এখবরটি আমাদের কাছে বহুল প্রত্যাশিত ছিল। ১৭ বছরের কষ্টের ৯০ ভাগ যেন অবসান হলো। এখন অপেক্ষা একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের মধ্য দিয়ে বিজয়লাভ করা।

আপনার মতামত লিখুন :