জুলাই সনদের বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানান, এই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের কোনো সুযোগ থাকবে না।
আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলনকক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে ইতোমধ্যে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, তা জনগণের চূড়ান্ত মতামতের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। নতুন সংসদ একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। সেখানে শিক্ষক, তরুণ, আলেম, নারী, সংখ্যালঘুসহ সব পেশাজীবী শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি গণভোট। সকল দল ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে ইউটিএফের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম আহ্বায়ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শামীম হামিদী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন :