যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৮৯ বোতল ভারতীয় উইন্সেরেক্স সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১০:৪২ রাত

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল ভারতীয় উইন্সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। বিজিবির জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) কায়বা বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কায়বা সীমান্ত থেকে   ৩৮৯ বোতল ভারতীয় উইন্সেরেক্স সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকা- রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়, ভারত থেকে বর্তমান ফেন্সিডিলের নতুন সংস্করণ উইন্সেরেক্স সিরাপ অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করছে। সীমান্তে উইন্সেরেক্স সিরাপ প্রবেশে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত উইন্সেরেক্স সিরাপ ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। 

Link copied!