ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মধ্যরাতে রাজধানীর তিন স্থানে তিন বাস ও প্রাইভেটকারে আগুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল

রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাজধানীর তিনটি পৃথক স্থানে তিনটি বাসে আগুন দেয়। এর মধ্যে দুটি রাইদা পরিবহনের ও একটি রাজধানী পরিবহনের বাস। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত একটার দিকে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, রাত দুইটার দিকে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে এবং ভোর চারটার দিকে উত্তরার সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনটি বাসই পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তিনটি ঘটনাই একই রাতে ও একই ধরনের পদ্ধতিতে ঘটায় বিষয়টি নাশকতা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “তিনটি আগুনই রাতের শেষ ভাগে ঘটে। প্রতিটি ক্ষেত্রে বাসগুলো রাস্তার পাশে পার্কিং অবস্থায় ছিল। সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছানোর কারণে বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে। এদিকে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

Link copied!