পটুয়াখালীর গলাচিপায় টাইফয়েড টিকার সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৬ রাত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় টাইফয়েড টিকার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১২টায় ১১ নভেম্বর এসভা অনুষ্ঠিত হয়।  এতে  ৯ মাস থেকে ১৫ বছর বয়সী বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে।  ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গলাচিপা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই টিকা দিবেন বলে জানা যায়। 

শিশুদের এ টিকা কার্যক্রমের আওতায় আনতে ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।  সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য প্রশাসন অ্যাপসের মাধ্যমে শিশুদের নিবন্ধন সম্পন্ন করেছেন। সুষ্ঠু ভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ের টিকা কার্যক্রম তদারকি করবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।  সূত্র জানায়, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে টাইফয়েড টিকা দেয়া হবে। এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদান করা হবে। 

অনলাইনে যেসব শিশুদের নিবন্ধন করা যায়নি তাদের জন্ম নিবন্ধন সনদ নিয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয়ে অভিভাবকদের যোগাযোগের জন্য বলেছে স্বাস্থ্য প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, ‘টাইফয়েড টিকা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।  তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান, আউটরিচ টিকা কেন্দ্র থেকে যে সব শিশুরা টিকা নিতে ব্যর্থ হবে তারা হাসপাতালের স্থায়ী টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। 

যাদের জন্ম নিবন্ধন নেই তারা টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবে।  এ টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি আপনাদের মাধ্যমে সকলকে অবগত করছি।’ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান।  আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ।

Link copied!