সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান অবস্থান ঘুরে ঘুরে দেখেন এবং এখানকার এখানে পরিচিতি পর্যবেক্ষণ করেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন এবং সেখানকার রোগীদের সাথে কথা বলেছেন এছাড়াও তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনের বিভিন্ন দিক পর্যবেক্ষন করেন। সেখানকার সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন তিনি। এসময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আগত ভর্তিকৃত অসহায় দু¯’ রোগীদের খোজ খবর নেন এবং তাদের সাথে কথাও বলেন। একই সাথে মাঝে ঔষধ ও পথ্য বিতরণ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দিক নির্দেশনা প্রদান করেন।
ইউএনও এর মাধ্যমে রোগীগণ তাৎক্ষনিক সেবা পেতে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে প্যাথলজি ডিপার্টমেন্ট বহির্বিভাগ, জরুরী বিভাগ ঘুরে দেখেন। উপস্থিত চিকিৎসক ও স্টাফদের সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ এর সমস্যা ল্যাব, দালালদের উৎপাত বন্ধ ও অসহায় রোগীদের ঔষধ কেনার আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। হাসাপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা পক্ষ ও চতুর্দিক ঘুরে দেখেন। এসময় তিনি সার্বিক পরিস্কার পরি”ছন্নতা পর্যবেক্ষন করেন এবং একটি পরিত্যক্ত ভবন ঘুরে দেখেন পরিত্যক্ত ভবনটি রিপেয়ারিং করে নিচে টাইলস করে রোগীদের সু-ব্যবস্থা করায় তিনি আনন্দিত হন।
সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে ইউএনও মাহমুদ হাসান বলেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে নতুন রূপে গড়ে তোলা হয়েছে। এরজন্য গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যহত থাকবে। উপজেলার অন্যতম প্রধান এই চিকিৎসা প্রতিষ্ঠানকে আধুনিক পরি”ছন্ন ও মডেল হাসপাতালের রুপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন হয়েছে বলে জানাগেছে। উপজেলা নির্বাহী অফিসারের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, এমনভাবে সরকারের প্রতিটা দপ্তর আকস্মিক পরিদর্শন করলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীদের তাদের মনগড়াভাবে অফিস বা যার যার কর্ম¯’লে আসতে পারবে না। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে।
এতেকরে সেবার মান বাড়বে গাইনী বিভাগের চিকিৎসা নিতে আসা একজন রোগী বলেন, হাসপাতালে তিনি ডাক্তার দেখাতে এসেছে এসময় ইউএনও স্যার পরিদর্শন করতে আসেন, এই আকস্মিক পরিদর্শন অব্যহত রাখলে হাসপাতালের ডাক্তার ও নার্সরা সেবা প্রদানে আরও সজাগ থাকবেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, আর.এম.ও, অন্যন্যা ডাক্তার, সিনিয়র নার্স উপস্থিত ছিলেন। হাসপাতালের সামগ্রিক মান উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তার একটি খরসা করবেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দ্রতই হাসপাতালে সামগ্রিক চিকিৎসা সেবায় একটি গুণগত পরিবর্তন আনতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।

আপনার মতামত লিখুন :