ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৬ বিকাল

পটুয়াখালীর কলাপাড়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার লক্ষ্যে তার পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার রজপাড়া গ্রামে অবস্থিত তার বাড়িটি পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদীক এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দীন আশ্বাস দেন যে, দ্রুত সময়ের মধ্যে কাফির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করা হবে। তবে ঘটনার পর দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নুরুজ্জামান কাফি।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তরা কাফির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা এবং অন্যান্য স্বজনরা উপস্থিত থাকলেও তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক বর্তমানে জেলহাজতে রয়েছেন।

Link copied!