ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

রহস্য ও রোমাঞ্চে ভরপুর নতুন ওয়েব সিরিজ, অবশ্যই একা দেখুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৪ দুপুর

বর্তমান সময়ে দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। নাটকীয়তা ও রহস্যময় গল্পের টানটান উত্তেজনায় ভরা ওয়েব সিরিজগুলো দর্শকদের বেশ আকৃষ্ট করছে। এই ধারায় সম্প্রতি মুক্তি পেয়েছে লায়লা সিজন ২, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দিচ্ছে।

গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
সিরিজের মূল চরিত্র লায়লা, শহরের এক প্রভাবশালী নারী, যিনি রহস্যময় এক অতীত লুকিয়ে রেখেছেন। তাকে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয় এসিপি কাজলকে। কিন্তু ঘটনাক্রমে কাজল ও লায়লার মধ্যে এক জটিল বন্ধন তৈরি হয়। এই সম্পর্কের দ্বন্দ্বের মধ্য দিয়েই গল্প মোড় নেয় নতুন দিকে। কাজল কি পারবে লায়লাকে আইনের হাতে তুলে দিতে, নাকি সামনে আসবে নতুন চমক?

অভিনেতা ও নির্মাণ:
এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুসকান আগারওয়াল ও রুকস খানদাগালে। সিরিজটি ভরপুর রহস্য, টানটান উত্তেজনা ও নাটকীয় দৃশ্যে, যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত আগ্রহ ধরে রাখবে।

Link copied!