ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

কুয়ালালামপুরের আলো-আঁধারির সেরা সৌন্দর্য দেখে ফেলুন এক রাতেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৭ দুপুর

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, শুধু দিনের বেলা নয়- রাতেও নিজের আলাদা এক রূপে ধরা দেয়। আলোঝলমলে রাস্তাঘাট, ব্যস্ত স্ট্রিট ফুড মার্কেট আর পুরোনো ঐতিহ্য মিশে তৈরি হয়েছে এক অনন্য শহুরে অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতারই গল্প নিয়ে ‘এক রাতের কুয়ালালামপুর’ ঘোরা হয়।

ভ্রমণ শুরু হয় বুকিত বিনতাং এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘জালান আলোর’ স্ট্রিট ফুড মার্কেট থেকে। সন্ধ্যার পরপরই পুরো রাস্তা যেন এক উৎসবে পরিণত হয়। খাবারের ঘ্রাণ, বারবিকিউর ধোঁয়া, আর রঙিন বাতিতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

মালয়, চায়নিজ, থাই, ভিয়েতনামিজ প্রতিটি খাবার যেন একেকটি সংস্কৃতির গল্প বলে। পথচলতি মানুষজনের চোখেমুখে থাকে আনন্দের ছাপ, কেউ খাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউবা লাইভ মিউজিকের তালে দুলছে। খাবার আর পরিবেশ মিলিয়ে জালান আলোর যেন রাতে ঘুরে দেখার এক আবশ্যিক গন্তব্য।

Link copied!