ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

আগামী বছর হজ যাত্রার জন্য কাল প্যাকেজ ঘোষণা, কমছে খরচ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল

আগামী বছর অনুষ্ঠিতব্য হজ যাত্রার জন্য অন্তর্বর্তী সরকার আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) নতুন হজ প্যাকেজ ঘোষণা করবে। বিমান ভাড়া কমার কারণে এবার হজের খরচ গত বছরের তুলনায় কিছুটা কম হবে বলে জানা গেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক শনিবার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই হজ প্যাকেজ ঘোষণা করবেন।

আগামী বছরের নতুন প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হতে পারে-

  •  প্রথম প্যাকেজ: এই প্যাকেজের আওতায় হজ যাত্রীরা হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা পাবেন। এটি সবচেয়ে বিলাসবহুল প্যাকেজ হবে।
  •  দ্বিতীয় প্যাকেজ: এই প্যাকেজের আবাসন সুবিধা থাকবে হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে, যা গত বছরের প্যাকেজ-১ এর অনুরূপ হলেও খরচ কিছুটা কম হতে পারে।
  • তৃতীয় প্যাকেজ: এটি হবে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ, যেখানে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। এই প্যাকেজের খরচ প্রায় সাড়ে চার লাখ টাকা হতে পারে।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

Link copied!