বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন ভারত ও পাকিস্তানের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভারত ও পাকিস্তানের সরকারকে সংযত হয়ে আলোচনার টেবিলের মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে আহ্বান জানিয়েছেন।
তিনি ৮ মে এক বিবৃতিতে বলেন- যুদ্ধ কোন সমাধান নয়। পারমাণবিক শক্তিধর দুইটি দেশের যুদ্ধাবস্থা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ। তাছাড়া যুদ্ধের সুদূর প্রসারী ফলাফল কখনো সুফল ও সুখকর হয়না। অর্থনৈতিক, সামাজিক ও মানবিক বিপর্যয় সৃষ্টি করে। তাই যে কোন মূল্যে যুদ্ধকে এড়িয়ে চলাই প্রকৃত বুদ্ধিমানের কাজ হবে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সামরিক হামলা হয় এই হামলা কারো জন্য কল্যান বয়ে আনবেনা। ফলাফল শূন্য ও অকল্যানকর। সংঘাতকে পরিহার করে শান্তি পূর্ণ আলোচনার মাধ্যমে সমঝোতা করাই উভয় রাষ্ট্রের জন্য মঙ্গল।
প্রতিবেশী রাষ্ট্রে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেলে প্রতিবেশী পামাপাশি রাষ্ট্রসমূহেও এর প্রভাব পড়বে। আমরা এই সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা বিভিন্ন যুদ্ধে লক্ষ্য করেছি এহেন কর্মকান্ডে সাধারণ জনগনের জান মালের ক্ষতি সবচেয়ে বেশি হয়, কিন্তু যুদ্ধের উস্কানীদাতা ও অপরাপর মোড়লদের কোন ক্ষতি হয় না। তাই উভয় দেশের জনগনের জান মাল রক্ষার্থে সংঘাতের মাধ্যমে নয় শান্তি পূর্ণ আলোচনাই একমাত্র সমাধান
তিনি আরও বলেন- এহেন পরিস্তিতিতে জাতিসংঘের প্রস্তাব মেনে কাশ্মীরে পক্ষপাত মুক্ত গণভোট দিয়ে কাশ্মীরি জনগণকে তাদের ভাগ্য অধিকার প্রদানই ভারতীয় উপমহাদেশে স্থায়ী শান্তির আবহ সৃষ্টি করতে পারে। তাই যুদ্ধ নয় শান্তি, সংঘাত নয় আলোচনা, শত্রুতা নয় বন্ধুত্ব এবং বৈরীতা দিতে নয় সহযোগিতাই শান্তিপূর্ণ সহাবস্থানের মূল মন্ত্র।
হযরত পীর সাহেব কেবলা সংশ্লিষ্ট মহল সহ বিশ্ব নেতাদের প্রতি এতদঞ্চলে শান্তি ও নিরাপত্তা এবং যুদ্ধমুক্ত বিশ্ব উপহার দিতে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :