ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

গলাচিপায় বিপুল উৎসব আনন্দে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:০২ রাত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গলাচিপা উপজেলা যুবদলের আয়োজনে ১২(বার) ইউনিয়ন ও পৌরসভার সকল যুবদল নেতাকর্মী ও যুব মহিলা দলের হাজার হাজার কর্মী সমর্থকদের সমন্বয়ে ব্যানার, বাদ্যযন্ত্র , জাতীয় পতাকা , ধানের শীষ প্রতীক নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অগ্রপথিক তারেক রহমানের ছবি নিয়ে সোমবার গলাচিপা পৌরসভা থেকে আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে পৌরমঞ্চে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি'র সভাপতি, সম্পাদক, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের নেতা কর্মীরা অংশ নেয় এবং পটুয়াখালী ১১৩-(৩) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা ও গলাচিপা  দশমিনা জনপদের জনপ্রিয় নেতা হাসান মামুনের সমর্থনে শ্লোগানে স্লোগানে মুখরিত করে গলাচিপা উপজেলার জনপথ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের আহ্বায়ক মোঃ মশিউর রহমান শাহিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধারা মোঃ সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, বিএনপি নেতা মাকসুদ আলম তালুকদার, আসাদুজ্জামান সবুজ, যুবদল নেতা আশীষ সাহা,পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

Link copied!