ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিনে ভারতে রপ্তানি হলো ১০২ মেট্রিক টনের বেশি ইলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩০ বিকাল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত আট দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১০২ দশমিক ২১৪ মেট্রিক টন ইলিশ মাছ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।

বন্দর সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান  ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল এই ইলিশ আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রপ্তানিকারক হিসেবে অংশ নিয়েছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং।

সরকার ইতোমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। এর অংশ হিসেবে এখন পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ধাপে ধাপে রপ্তানি হয়েছে নিম্নরূপ:

- ১৬ সেপ্টেম্বর: ৬টি চালানে ৩৭.৪৬ মেট্রিক টন

- ১৮ সেপ্টেম্বর: ৬টি চালানে ২৪.২৫৮ মেট্রিক টন

- ২০ সেপ্টেম্বর: ২টি চালানে ৬ মেট্রিক টন

- ২৩ সেপ্টেম্বর: ৩টি চালানে ১১.৭২ মেট্রিক টন

- ২৪ সেপ্টেম্বর: ১টি চালানে ২ মেট্রিক টন

- ২৫ সেপ্টেম্বর: ৩টি চালানে ৬.৩৬ মেট্রিক টন

- ২৭ সেপ্টেম্বর: ৪টি চালানে ১২.৮৯৬ মেট্রিক টন

- ২৯ সেপ্টেম্বর সকাল: ১টি চালানে ১.৫২ মেট্রিক টন

সব মিলিয়ে ২৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত রপ্তানি হয়েছে ১০২.২১৪ মেট্রিক টন ইলিশ। মৎস্য কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির কার্যক্রম শেষ করতে হবে। তিনি আরও বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০২ মেট্রিক টনের বেশি ইলিশ রপ্তানি হয়েছে। এখনও দু’একটি চালান রপ্তানি বাকি রয়েছে।

Link copied!