ভারতের রাজধানী নয়াদিল্লির ৩০০টির বেশি স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেয়া একটি ই-মেইল পাঠানো হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর ৬:০৮ মিনিটে ওই মেইলগুলো পাঠানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেইলে নিজের পরিচয় দেয়া হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী ‘টেরোরাইজার্স ১১১’-এর শীর্ষ নেতার রূপে। লেখায় বলা হয়েছে, “আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।”
দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হুমকির মধ্যে থাকা স্কুলগুলোর মধ্যে রয়েছে দ্বারকার CRPF পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকায় অবস্থিত সর্বোদয় বিদ্যালয়-ও। মেইলগুলো পাঠানোর পরে দ্রুত পুলিশ টিম, ফায়ার সার্ভিস কর্মী ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রতিটি স্কুলে তল্লাশি চালায়। পুলিশ জানিয়েছে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
রাজধানীর বিভিন্ন স্কুলে সম্প্রতি বারবার এ ধরনের ই-মেইল হুমকি আসার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় এক সপ্তাহ আগে DPS দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলেও একই রকম হুমকিমূলক মেইল পাঠানো হয়েছিল; তৎকালীন তল্লাশিতেও কিছু পাওয়া যায়নি।
দিল্লি পুলিশ ই-মেইল উৎস ও হুমকির পেছনের নেপথ্য কারবারিক সন্ধানে তদন্ত চালাচ্ছে। কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে আতঙ্কিত না হয়ে উদ্বেগজনক বা আকস্মিক কোনো অবজার্ভেশন পেলে সঙ্গে সঙ্গে পুলিশে জানাতে বলেছে।
আপনার মতামত লিখুন :