এনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক-এগারোর কায়দায় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, "ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে রাখা হয়েছে। অন্যদিকে, একটি বিশেষ দলের লোকদের ডিসি-এসপি বানানো হচ্ছে।" তিনি অভিযোগ করেন, সরকারের উদ্দেশ্য হলো বিএনপিকে পরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা।
তিনি বলেন, “বিএনপির আমলে বা তার আগের সময় শিক্ষাগত যোগ্যতায় যারা চাকরি পেয়েছিল, তাদের কেউ যদি ছাত্রদল করত বা পরিবারের কেউ বিএনপির সঙ্গে জড়িত থাকত, তাহলে তাদের এখন নানা অজুহাতে সরিয়ে দেওয়া হচ্ছে। এসব কর্মকর্তাদের পদোন্নতি হলেও তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না।”
সরকারি প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে অনেক কর্মকর্তা পদোন্নতি পেলেও বছরের পর বছর ধরে তাদের উপেক্ষিত রাখা হয়েছে। এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ।
৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সরকারের উপদেষ্টারা, কিছু রাজনৈতিক দল ও বিশেষ গোষ্ঠী বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি এক-এগারোর সময়ের ঘটনাগুলোর সঙ্গে মিলে যায়।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে নাশকতা বা অপ্রীতিকর ঘটনার ষড়যন্ত্র হতে পারে। তাই সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :