আনোয়ার হোসেন, কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটায় এনা পরিবহন থেকে পর্যটকের লাগেজ চুরিকে কেন্দ্র করে ইজিবাইক চালকরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মিছিলটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা পৌর ছাত্রদল নেতা আউয়ালকে বিচারের আওতায় আনার এবং তাকে ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
ইজিবাইক চালকরা অভিযোগ করেন, ২৫ নভেম্বর রাতে এনা পরিবহন থেকে পর্যটক দম্পতির লাগেজ চুরি হয়। বিষয়টি সমাধান না হওয়ায় তারা কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমিরকে অবহিত করেন। পরে ট্যুরিস্ট পুলিশ এনা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি সমাধান করেন। অভিযোগে বলা হয়, ক্ষুব্ধ হয়ে এনা পরিবরণের কাউন্টার ইনচার্জ এবং পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আউয়াল প্রেসক্লাবে এসে ইজিবাইক চালক সমিতির সভাপতি আঃ রহমানকে মারধর এবং হেনস্তা করেন।
এ ঘটনায় ইজিবাইক চালকরা তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। ইজিবাইক চালক সমিতির সভাপতি আঃ রহমান বলেন, “পর্যটক দম্পতির চুরি হওয়া লাগেজ উদ্ধারে সহযোগিতা করার সময় আমাকে হেনস্তা করা হয়েছে। পরিবহন স্টাফরা পর্যটকদের প্রায় সময় হয়রানি করছে।
কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির জানান, “ইজিবাইক চালক সমিতির সভাপতি ও আউয়ালকে ডেকে সৃষ্ট ঘটনার সমাধান করতে বলা হয়েছিল। কথার চলাকালীন আউয়াল তাকে চড় থাপ্পড় দিয়েছে, যা দুঃখজনক। পৌর ছাত্রদল নেতারা বলছেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে কিছু প্ররোচনার কারণে বিক্ষোভ মিছিল হয়েছে।

আপনার মতামত লিখুন :