ঢাকায় ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’। কনসার্টের সব আয়োজন সম্পন্ন, ভেন্যু, মঞ্চ, সাউন্ড ও লাইট ঠিকঠাক ছিলো। পাকিস্তানের তারকা আলি আজমতও তিন দিন আগে ঢাকায় পৌঁছেছেন। লক্ষ্য একটাই, ঢাকার মঞ্চে জেমসের সঙ্গে প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন আজমত। দুই দেশের দুই তারকার জন্য এটি ছিলো বিশেষ মুহূর্ত।
কিন্তু কনসার্টের ঠিক আগের রাতেই (১৩ নভেম্বর) আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন নিশ্চিত করেছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে ১৪ নভেম্বরের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজকরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে প্রশাসন কনসার্টের অনুমতি দিতে পারেনি। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে অনুমোদন বাতিল করা হয়েছে। এভাবে কনসার্টকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলা হচ্ছে।
আজ কনসার্টের জন্য ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টার প্রস্তুত ছিল। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া। শুক্রবার সকালে আয়োজকদের সঙ্গে আলাপে জানা গেছে, কনসার্ট বাতিল হলেও আলি আজমত এখনও ঢাকায় অবস্থান করছেন। আয়োজকরা আশা করছেন, দুই-চার দিনের মধ্যে অনুমতি পেলে কনসার্ট আয়োজন সম্ভব হবে। তা না হলে আজমত ইসলামাবাদে ফিরে যাবেন, আর জেমস পরবর্তী ইভেন্টে ব্যস্ত হবেন।
চড়া মূল্যে টিকিট ক্রেতাদের জন্য আয়োজকরা আশ্বাস দিয়েছেন, কনসার্ট বাতিল হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আয়োজক বলেন, “আমরা দুই দিকেই সমান গুরুত্ব দিচ্ছি। প্রথমে চেষ্টা করবো কনসার্ট আয়োজন করতে। সেটা সম্ভব না হলে দর্শকদের টিকিটের পুরো মূল্য ফেরত দেওয়া হবে।”
খবর পাওয়া গেছে, শুধু জেমস-আলি আজমতের কনসার্টই নয়, চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ অনুষ্ঠানও প্রশাসনের কারণে স্থগিত রাখা হয়েছে। প্রশাসন নিশ্চিত করতে চাইছে, কোনো অনুষ্ঠান থেকে অপ্রীতিকর ঘটনা ঘটুক না।

আপনার মতামত লিখুন :