যারা গণভোট চায় না, তারা গণতান্ত্রিক চেতনা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (১ নভেম্বর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মুজিবুর রহমান আরও বলেন, ইসলামী দল ক্ষমতায় না আসলে দেশের মানুষের ভাগ্য বদলাবে না। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন বলেন, একটি দল নতুন করে জুলাই সনদ ও গণভোট নিয়ে চক্রান্ত শুরু করেছে। তবে কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না। এছাড়া যারা বিগত সময়ে ফ্যাসিস্টদের সহযোগী ছিল, তাদের প্রশাসনে কোনো দায়িত্ব না দেওয়ার আহ্বানও জানান তিনি।

আপনার মতামত লিখুন :