ফেনী সীমান্তে পের বড় ধরনের অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর সদস্যরা পৃথক দুটি অভিযানে একটি প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল এবং ৬২ কেজি ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২৪ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা প্রাইভেট কারে করে চোরাই পথে আনা ভারতীয় মালামাল পাওয়া যায়, যার মধ্যে অসংখ্য ভারতীয় শাড়ি ছিল। একই রাতে আরেকটি পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ৬২ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ২৪ হাজার টাকা। অভিযানের পর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় আটককৃত মালামালগুলো কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের একজন কর্মকর্তা বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রোধে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান জনগণের তথ্য ও সহযোগিতার মাধ্যমে চোরাচালান মাদক পাচার ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন :