ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩০পুরিয়া হোরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০১:৫২ দুপুর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইন সহ মো. সোহাগ হোসেন (৩৭)কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটক আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামী সোহাগ শার্শার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিনে জনৈক ডাক্তার মোহাম্মাদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া পলাতক আসামী কাকুলি খাতুন (২৪) এর ঘরের ভিতর হতে হেরোইন সহ সোহাগ কে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলাতক আসামী কাকুলি খাতুন পালিয়ে যায়। পলাতক আসামীকে আটকের জন্য অভিযান চলছে।

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!